রাজপথ নয়, বিএনপির রাজনীতি ফেসবুক নির্ভর

1 min read

নিউজ ডেস্ক: রাজপথে নয়, বিএনপির সব কর্মসূচি এখন আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ। দলটির আন্দোলনের রঙ কী, বর্ণ কেমন এরইমধ্যেই তাদের নেতা-কর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ, দায়িত্বহীন ও লক্ষ্যহীন দলের উদাহরণ একমাত্র বিএনপি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনের কোনো ইস্যু ও বাস্তব পরিস্থিতি না থাকায় দলটির নেতারাও বিভ্রান্ত। তারা একবার বলেন- তাদের আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলেন- গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, কখনও নির্বাচন কমিশন, কখনও আগাম নির্বাচন, আবার কখনও সরকার পরিবর্তন। আন্দোলন তো দূরের কথা, সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ। এমন পরিস্থিতিতে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় দলের তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশার জন্ম নিয়েছে।

দলীয় সূত্রমতে, যেকোনো ইস্যুতে কর্মসূচির ডাক দিয়ে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানালেও নিজেরাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন না। নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন জনগণকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তারা নিজেরাই কেন্দ্রে যায় না। ফলে নির্বাচন বা যেকোনো আন্দোলন কর্মসূচিতে সফলতার মুখ দেখে না দলটি।

পরিচয় গোপন রাখার শর্তে বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, বিএনপি এখন ঘরোয়া রাজনীতির দল। যেকোনো কর্মসূচি বা প্রতিবাদ এখন ভার্চুয়ালি আলোচনা সভা ও ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সীমাবদ্ধ। ভঙ্গুর সাংগঠনিক অবস্থা ও অদক্ষ নেতৃত্বের কারণে দলের আজ এই অবস্থা।

তিনি বলেন, জনগণ এখন বুঝে গেছে বিএনপির অক্ষমতা আর দ্বি-চারিতা সম্পর্কে। দূরদর্শিতার অভাব, লক্ষ্যহীন রাজনীতি আর সিদ্ধান্তহীনতা বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করেছে বলেও জানান তিনি।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours