নেতৃত্ব তৈরির জন্য ডাকসুতে সবার অংশগ্রহণ চায় আ. লীগ

0 min read

নিউজ ডেস্ক: অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা বলেছেন, দেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসাবে খ্যাত এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত এবং নেতৃত্ব তৈরির জন্য অপরিহার্য। আমরা চাই সব ছাত্র সংগঠন এই নির্বাচনে অংশ নিক।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এসব কথা বলেন। তারা দু’জনসহ ডাকসু নির্বাচনের জন্য আওয়ামী লীগের গঠন করা কমিটিতে দলটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং নির্বাহী সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আকতারুজ্জামান ছাত্রলীগকে দেখভালের দায়িত্বে রয়েছেন।

সংবাদ সম্মেলনের আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট সিনেট সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের শুরুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সূচনা বক্তব্য রাখেন। এরপর ডাকসু নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘গত ২৮ বছরে ডাকসু নির্বাচন হয়নি। এত বছর পর সেই নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, দ্বিতীয় পার্লামেন্ট হিসাবে খ্যাত ডাকসু নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত এবং নেতৃত্ব তৈরির জন্য অপরিহার্য।

ঢাবির ছাত্র সংগঠনগুলোর উদ্দেশে নানক বলেন, ‘একটি সুন্দর পরিবেশ বজায় রেখে সুন্দর সহাবস্থানের মধ্য দিয়ে এই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সব ছাত্রসংগঠন। আমরা আজকে বসেছিলাম, ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট সদস্যদের সঙ্গে। আমরা দীর্ঘসময় ডাকসু নির্বাচন নিয়ে তাদের সঙ্গে পরামর্শ করেছি।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার তারিখ যেদিন তার আগে ছাত্রলীগের প্যানেল সম্পন্ন হবে। আর চেতনার ঐক্য থেকে যাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, তাদের নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে প্যানেলের চেষ্টা করবো।’ তিনি বলেন, ‘অপরাজনীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে, সন্ত্রাসী রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর বিরুদ্ধে ছাত্রসমাজ যাতে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে পারে এবং এই চেতনায় যারা একসঙ্গে এক জায়গায় এক কাতারে দাঁড়াবে তাদের সঙ্গেও মিলিতভাবে প্যানেল হতে পারে।’

আব্দুর রহমান বলেন, ‘তারা চান সব ছাত্রসংগঠন এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা নির্বাচনটি অংশগ্রহণমূলক করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি। এ ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই।’

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours