ব্লু ইকোনমিক জোন করতে ভূমিকা রাখবে কোস্টগার্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

1 min read

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নিরাপত্তা নিশ্চিতকরণের মধ্য দিয়ে দেশের অপার সমুদ্র অঞ্চলকে ব্লু ইকোনমিক জোন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে কোস্টগার্ড।’

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘প্রতিষ্ঠার ২৪ বছরে নৌ ও সমুদ্রপথের অপরাধ দমনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছে কোস্টগার্ড। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও ভূমিকা রেখেছে তারা।’ দুঃসাহসিক ও জনগুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর ৪০ কর্মকর্তা-কর্মচারীকে পদক দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের নৌ ও সমুদ্র অঞ্চলকে নিরাপদ করতে কোস্টগার্ডে আধুনিক যন্ত্রপাতি সংযোজন হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাহাজ, অল ওয়েদার ক্যাপাবল ওভারক্রাফট, ড্রোন, হেলিকপ্টার ও মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফটের মতো আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশের প্রায় সমআয়তনের বিশাল সংখ্যক এলাকা সমুদ্র অঞ্চল। এই সম্পদকে ব্যবহার করে ব্লু ইকোনমিকে উত্তরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় অনন্য ভূমিকা রাখতে পারে আমাদের এই কোস্টগার্ড।’

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours