মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরো ১০ বীরাঙ্গনা

0 min read

নিউজ ডেস্ক: মহান স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত আরো ১০ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৭১ জনে।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা হলেন— বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামের হাসিরানী অধিকারী, নাটোর লক্ষ্মীপুরের মহারানী, সিলেট গোয়াইনঘাটের কোকিলা বেগম, সিরাজগঞ্জ তাড়াশের পাতাশী, ঝিনাইদহ কাঞ্চননগরের জয়গুন নেছা ও কালিগঞ্জের ফাতেমা বেগম, নাটোর সদরের মোহনপুরের তপেজান, নেত্রকোণা কলমাকান্দার রোকিয়া খাতুন, মুন্সিগঞ্জ সদরের কেওয়ার মাসুদা বেগম এবং নড়াইল লোহাগড়ার আফিয়া বেগম।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours