এবার আবুধাবিতে জনতা ব্যাংকের এটিএম বুথ চালু হচ্ছে ২৬ মার্চ

1 min read

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্যে দেশটির রাজধানী আবুধাবিতে আগামী ২৬ মার্চ এটিএম বুথ সুবিধা চালু করতে যাচ্ছে জনতা ব্যাংক। প্রাথমিক পর্যায়ে এদিন দুটি এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে এই সেবা কার্যক্রম শুরু বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এ বাণিজ্যিক ব্যাংকটি।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) আবুধাবি জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ আমিরুল হাসান এ তথ্য জানান।

দীর্ঘদিনের প্রতিক্ষার পর প্রবাসীদের মাঝে আশানুরূপ সেবা প্রদানের পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তির এই মেশিন পৌঁছে দেয়ার ব্যাপারে মোহাম্মদ আমিরুল হাসান বলেন, ‘এটিএম বুথের প্রস্তুতি পুরোপুরি শেষ হয়েছে। স্বাধীনতা দিবসেই আবুধাবিতে দুটি এটিএম বুথ চালু করা হবে। এরপর ১০ এপ্রিলের মধ্যে দুবাইতে দুটি, মোসাফ্ফায় দুটি, শারজাহ ও আল আইনে একটি করে এটিএম বুথ চালু করা হবে।’

প্রবাসীদের জন্য আমিরাতের এই ৮টি এটিএম বুথ ২৪ ঘণ্টা খোলা থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নিয়মিত অর্থ জমা-উত্তোলন, চেক জমাসহ দেশে রেমিটেন্স প্রেরণে এই মেশিনের সাহায্য নিতে পারবে প্রবাসীরা। দ্রুত সেবা পৌঁছে দিতে মেশিনগুলোতে সকল ধরনের অপশন রাখা হয়েছে। আশা করছি, দেশীয় ব্যাংকের সেবা গ্রহণে এবার প্রবাসীরা আরও উৎসাহিত হবেন।’

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours