মালিকের গাড়িতে গৃহকর্মীর আগুন

1 min read

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে মালিকের গাড়িতে আগুন দেয়ার দায়ে বিচারের মুখোমুখি হয়েছেন এক প্রবাসী নারী গৃহকর্মী। এক আত্মীয়র বাসায় যেতে না দেয়ায় মালিকের গাড়িতে অগ্নিসংযোগ করেন ওই নারী।

দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালিকের গাড়িতে পেট্রোল ঢেলে দেয়ার পর আগুন ধরিয়ে দিয়েছিলেন ওই নারী। শারজাহ শহরে তার এক চাচার বাসায় যেতে চেয়েছিলেন। কিন্তু মালিক সেখানে যাওয়ার অনুমতি না দেয়ায় ক্ষোভ থেকে তিনি গাড়িতে আগুন দেন।

আমিরাতের আরবি ভাষার দৈনিক আল-খালিজ বলছে, ঘটনার দিন বাড়িতে ছিলেন না মালিক। ওই দিন দুপুর ১২টার দিকে তিনি বাড়ি ফিরে দেখতে পান ওই গৃহকর্মী জ্বলন্ত গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন।

পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে গাড়িতে আগুন দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই গৃহকর্মী। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। তবে ওই গৃহকর্মী কোন দেশের নাগরিক সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours