অঘোষিত সফরে ইরাকে মার্কিন প্রতিরক্ষা প্রধান

0 min read

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান আফগানিস্তানের পর এবার ‘গোপনে’ ইরাক সফরে গেছেন। সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের পতনের পরেও ইরাকে মাার্কিন সেনার উপস্থিতি রয়েছে। তার বিরুদ্ধে ক্ষোভ যখন তীব্র হচ্ছে তখন তিনি বাগদাদ সফরে গেলেন।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শানাহান দাবি করেন, ইরাক সরকারের আমন্ত্রণে তিনি বাগদাদ সফর করছেন। তিনি আরও বলেন, ‘আমাদের স্বার্থ হচ্ছে ইরাকের নিরাপত্তা সক্ষমতা গড়ে তোলা।’

পার্স ট্যুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাগদাদ সফরে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী ও মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করবেন। অবশ্য গুঞ্জন শোনা যাচ্ছে, সেনা প্রত্যাহারের বিষয়ে তিনি মার্কিন কমান্ডারদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, গত সোমবার অঘোষিত সফরে আকস্মিক আফগানিস্তান যান মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের প্রধান শানাহান। তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র আফগান সরকারের সমর্থন চাওয়ার পর তিনি এ সফরে যান।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours