মিয়ানমারে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে জাতিসংঘ

0 min read

নিউজ ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর কর্তৃক রাখাইনে রোহিঙ্গা নারী ও শিশু নির্যাতনের ঘটনা তদন্তে দেশটিতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন মূলত সেখানে বর্মী সেনাদের যৌন সহিসংতার বিষয়গুলো চিহ্নিত করবে না।

এ বিষয়ে জাতিসংঘ কাজ শুরু করেছে জানিয়ে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত প্রমীলা প্যাটেন বলেন, এসব উদ্যোগের মধ্য দিয়ে রাখাইনে মানবাধিকার লংঘনের যে ভয়াবহতা বিশ্ববাসী লক্ষ্য করেছে। এজন্যই বিচার নিশ্চিত করা সম্ভব হবে। এটা নিয়ে সবাই কাজ করছে।

বিশেষ দূত বলেন, জাতিসংঘের সেখানে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট এ নিয়ে কাজ করছে। যার প্রতি বাংলাদেশ সব ধরনের তথ্যগত সহায়তা দিয়ে যাচ্ছে। আমি আমার ম্যান্ডেড অনুযায়ী কাজ করছি। সংঘাতময় পরিস্থিতিতে রাখাইন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিভক্তি সত্ত্বেও বিশ্ব সম্প্রদায় মিয়ানমারকে জবাবদিহির মধ্যে আনতে চাপ অব্যাহত রেখেছে।

মিয়ানমারকে সময় বেঁধে দেয়ার পথেই বিশ্ব এগুচ্ছে এমনটাই মনে করেন প্রমীলা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সমন্বয়ে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সেমিনারে এ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours