সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে সমাবেশ ও মানববন্ধন

1 min read

নিউজ ডেস্ক: সাংবাদিক সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে ঝালকাঠিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় স্থানীয় টাউন হলের সামনের সড়কে টেলিভিশন সাংবাদিক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে জেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিগত ২২ বছরে ৩২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে জানিয়ে সমাবেশ থেকে সাংবাদিক হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক প্রসান্ত দাস হরি ও মানবাধিকারকর্মী আবু সাঈদ খান প্রমুখ।

সমাবেশ ও মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours