হুইল চেয়ারে বসে সংসদে এরশাদ

1 min read

নিউজ ডেস্ক: হুইল চেয়ারে বসে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে হুইল চেয়ারে বসে তিনি সংসদে প্রবেশ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ।

বিষয়টি নিশ্চিত করে হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন, বিকেল ৪টার দিকে বারিধারার প্রেসিডেনট পার্ক থেকে সংসদের উদ্দেশে রওয়ানা দেন হুসেইন মুহম্মদ এরশাদ।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। এরপর ৩ জানুয়ারি দলের নির্বাচিত অন্যান্য সংসদ সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি জাপা চেয়ারম্যান। পরে ৬ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। অসুস্থতার কারণে এতদিন অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours