সম্মিলিত বইমেলা শুরু হচ্ছে আজ

0 min read

নিউজ ডেস্ক: চট্টগ্রামে সম্মিলিত উদ্যোগে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। মেলার আয়োজক করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে মেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বইমেলার সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে প্রথবারের মতো সম্মিলিতভাবে এ বইমেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এবারের মেলার আয়তন প্রায় ৮০ হাজার ৩০০ বর্গফুট। স্টল থাকছে ১১০টি। এর মধ্যে ঢাকার প্রকাশকদের জন্য ৬০টি এবং চট্টগ্রামের প্রকাশকদের স্টল থাকছে ৫০টি।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours