মেহেরপুরে উত্তরপত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষককে অব্যাহতি

1 min read

নিউজ ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষ থেকে এসএসসির গণিত পরীক্ষায় উত্তরপত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্রের সচিবসহ ৪ জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাদের অব্যাহতি দেয়া হয়। একইসঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আহাম্মদ আলী, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী কেন্দ্র সচিব সহিদুল ইসলাম, ১১৩ নম্বর কক্ষের পরিদর্শক মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. জান্নাতুল ও বলিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার।

নোটিশে বলা হয়েছে, শনিবার চলমান এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের আওতাধীন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের ১১৩ নম্বর কক্ষে ৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে অনেক খোঁজাখুঁজি করার পর ৩৯টি উত্তরপত্র পাওয়া গেছে। একটি উত্তরপত্র পাওয়া যায়নি। পাবলিক পরীক্ষার মত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে তাদের চলমান সকল পরীক্ষা থেকে উক্ত চার শিক্ষককে অব্যাহতিসহ কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours