সকাল-সন্ধ্যা খোলা থাকবে চসিকের টিকাদান কেন্দ্রগুলো : মেয়র নাছির

1 min read

নিউজ ডেস্ক: এখন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) টিকাদান কেন্দ্রগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। শনিবার সকালে সিটি করপোরেশনের এক দাতব্য চিকিৎসালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, ভিটামিন ‘এ’ শিশুমৃত্যুর ঝুঁকি কমায়, অন্ধত্ব প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একটি সমৃদ্ধ জাতি গড়তে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচি। তাই এটা সফল করার দায়িত্ব সব নাগরিকের। এবার নগরের ৪১ ওয়ার্ডের ১ হাজার ২৮৮ কেন্দ্রে ৫ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিকাল চারটা পর্যন্ত চলে। কিন্তু ৬-৫৯ মাস বয়সী সব শিশুর ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে চসিকের টিকাদান কেন্দ্রগুলো প্রয়োজনে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours