বোনের প্রধানমন্ত্রী প্রার্থিতার বিরুদ্ধে থাইল্যান্ডের রাজা

1 min read

নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রার দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে নির্বাচনে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের রাজার বোন। তবে খোদ রাজাই বোনের প্রার্থিতার বিষয়ে আপত্তি জানিয়েছেন। রাজপরিবারের সদস্য হয়ে রাজনৈতিক দলের পক্ষের সঙ্গে কাজ করা দেশটির রাজঐতিহ্য ও রীতি নীতির খেলাপ বলে মনে করেন তিনি।- খরব বিবিসি

প্রিন্সেস উবোলরত্না রাজকন্যা সিরিবাধনা ভারনাভাদি (৬৭) থাইল্যান্ডের বর্তমান রাজা মহা ভাজিরালংকর্নের বোন ও সাবেক রাজা ভূমিবলের বড় মেয়ে।

শুক্রবার ঘোষণা (৮ ফেব্রুয়ারি) ঘোষণা দেওয়া হয়েছে, আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল থাই রাকশা চার্ট পার্টির পক্ষে তিনিই একমাত্র প্রধানমন্ত্রী প্রার্থী।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours