প্রথম টেলিযোগাযোগ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ সৌদির

0 min read

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো টেলিযোগাযোগ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ চালানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বুধবার দেশটির প্রথম এই স্যাটেলাইট ফ্রান্সের গায়না স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদসংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিং আব্দুলআজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির বরাত দিয়ে এসপিএ বলছে, সৌদি আরবের প্রথম এই টেলিযোগাযোগ স্যাটেলাইটের ওজন সাড়ে ছয় টন। ২০ বছরের বেশি সময় ধরে মহাকাশে থাকবে স্যাটেলাইটটি।

দেশটির টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সেবা এখন থেকে এই স্যাটেলাইটের মাধ্যমে দেয়া সম্ভব হবে। তবে নিজেদের ব্যবহারের পাশাপাশি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরোপ ও আফ্রিকার অন্যান্য অংশ এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের কাছেও স্যাটেলাইটটির বাণিজ্যিক ব্যবহার করা যাবে।

এছাড়াও সৌদির প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও সরবরাহ করবে এই স্যাটেলাইট। মার্কিন মহাকাশ সামগ্রী ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন সৌদির এই প্রথম স্যাটেলাইট তৈরি করেছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours