হঠাৎ মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্র আরও সেনা পাঠাচ্ছে

1 min read

নিউজ ডেস্ক: চোরাকারবারি ও শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অতিরিক্ত তিন হাজার ৭৫০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

আগামী তিন মাস দক্ষিণ-পশ্চিম সীমান্তে এসব সেনা সীমান্তরক্ষীদের সহযোগিতা করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন থেকে রোববার এ নির্দেশ দেয়া হয়। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

অতিরিক্ত সেনা মোতায়েনের ফলে ওই সীমান্তে মার্কিন মোট সেনাসদস্যের সংখ্যা দাঁড়াবে চার হাজার ৩৫০ জন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর সঙ্গে সীমান্তকে একটি সংকট হিসেবে দেখেন। তিনি তার বার্ষিক স্টেট অব দি ইউনিয়নে ওই প্রসঙ্গ টেনে আনেন।

এ ছাড়া সম্প্রতি মার্কিন সরকার পরিচালনায় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, তার মূলে ছিল মেক্সিকো সীমান্তে তার বহুল আলোচিত দেয়াল নির্মাণ।
তিনি দেয়াল নির্মাণকে বাদ রেখে অন্তর্বর্তী সংকট সমাধানে বাজেট প্রণয়নে বা অর্থ পাওয়ার বিষয় মেনে নিতে পারছিলেন না।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours