হঠাৎ সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিপক্ষে মার্কিন সিনেটে ভোট

1 min read

নিউজ ডেস্ক: সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন, তার বিপক্ষে ভোট দিয়ে প্রস্তাব পাস করেছে রিপাবলিকান দল নিয়ন্ত্রিত সিনেট।

এর কারণ হিসেবে রিপাবলিকান দল বলছে- সিরিয়া ও আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহার করা হলে তাতে ইরান ও রাশিয়া লাভবান হবে। খবর বিবিসির।

সেনা প্রত্যাহার করার বিরুদ্ধে স্থানীয় সময় সোমবার মার্কিন সিনেটে তোলা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৭৬টি। আর বিপক্ষে পড়ে ২৬ ভোট। তবে সিনেটে পাস হওয়া এ প্রস্তাব প্রেসিডেন্টকে মানতেই হবে এর কোনো বাধ্যবাদকতা নেই।

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল বলেন, সিরিয়া ও আফগানিস্তান দুই দেশেই আইএসবিরোধী যুদ্ধ এখনও চলছে এবং সন্ত্রাসীগোষ্ঠী পরাজিত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব রয়েছে।

এ দুই দেশ থেকে সেনা প্রত্যাহার করা হলে আঞ্চলিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলেও সিনেট সতর্ক করেছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours