পাকিস্তান থেকে গাধা যাচ্ছে চীনে

0 min read

নিউজ ডেস্ক: দুই দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও বিনিয়োগ বাড়াতে পাকিস্তান থেকে গাধা আমদানি করবে প্রতিবেশী দেশ চীন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গবাদিপশু বিভাগ জানিয়েছে, চীনের সহায়তায় তার দেশ গাধার খামার বিকশিত করবে। মূলত এতে পাকিস্তানে প্রথম কোনো গাধার খামার হতে যাচ্ছে।

জিও টিভির খবরে বলা হয়েছে, চীন সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে চুক্ত সই হতে যাচ্ছে।

কর্মকর্তারা বলেন, চীনের মতো দেশগুলো পাকিস্তানের গাধার খামারে কোটি কোটি ডলার বিনিয়োগে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে।

কাজেই এই খাত থেকে লাখ লাখ ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা হাতে নিয়েছে ইসলামাবাদ। চীনের ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে গাধার চামড়া ব্যবহার হয় বলে দেশটিতে এই পশুর দাম বেশ চড়া।

পাক কর্মকর্তারা বলেন, তাদের দেশে বাণিজ্যিকভাবে গাধা উৎপাদনে বেশ কয়েকটি বিদেশি কোম্পানি ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে।

জিও টিভি জানায়, পাকিস্তান পরবর্তী তিন বছরে চীনে ৮০ হাজার গাধা রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours