অপরাধী না হয়েও কারাদণ্ড পাওয়া অত্যন্ত দুঃখজনক : তথ্যমন্ত্রী

1 min read

নিউজ ডেস্ক: অপরাধী না হয়েও জাহালমের তিন বছর কারাদণ্ড পাওয়া অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। একইসঙ্গে তিনি বলেন, দুদক এ বিষয়ে তদন্ত করছে। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

অপরাধী না হয়েও আসামি হয়ে ৩ বছর ধরে কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন জাহালম। হাইকোর্টের আদেশের পর গত ৩ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান জাহালম।

তথ্যমন্ত্রী বলেন, বিনা অপরাধে জাহালমের তিন বছরের কারাদণ্ড হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এজন্য দুদক তাদের ভুল স্বীকার করেছে। তারা এ বিষয়ে একটি তদন্ত কমিটি করে তদন্ত করছে। তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর জন্য সাবেক তথ্যমন্ত্রী (হাসানুল হক ইনু) যে সিদ্ধান্ত নিয়েছেন, সে নিয়মানুযায়ী-ই প্রদর্শিত হবে। সরকারের সিদ্ধান্তে যা করা হয়েছে, আমরা এর ব্যত্যয় ঘটাবো না। সে নিয়মনীতি অনুসরণ করেই আমরা চলবো।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours