ডিএনসিসি নির্বাচন: মনোনয়নপত্রের বৈধতা পেল পাঁচ প্রার্থী

1 min read

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে ঋণখেলাপির অভিযোগে মেয়র পদে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে ইসি।

শনিবার যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাশেম।

আতিকুল ছাড়া বৈধ প্রার্থীরা হলেন- এনপিপির আনিসুর রহমান দেওয়ান, এনডিএমের ববি হাজ্জাজ, পিডিপির শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম।

মেয়র পদে উপনির্বাচনে লড়তে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ছয়জন। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি।

ইতোমধ্যে এ নির্বাচন বয়কট করেছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। মেয়র আনিসুল হক মারা যাওয়ায় ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours