স্পিকার শিরীন শারমিন, ডেপুটি ফজলে রাব্বী

0 min read

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হতে যাচ্ছেন আগের সংসদের একই দায়িত্বে থাকা ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি ডেপুটি হিসেবে পাচ্ছেন আগের সহকর্মী অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়াকেই।

বুধবার দুপুর ২টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সিদ্ধান্ত হয় বলে একাধিক সূত্রে জানা গেছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম প্রস্তাবকারী ও সমর্থনকারীও ঠিক করা হয় বৈঠকে।

বুধবার একাদশ সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করানো হবে।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে নিরঙ্কুশ জয় পায়।আজ প্রথম অধিবেশনের মধ্য দিয়ে একাদশ সংসদের যাত্রা শুরু হচ্ছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours