বিপিএল ফাইনাল: ঢাকায় আসছেন আইসিসি চেয়্যারম্যান

0 min read

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি সভাপতি নাজমুল হক পাপনের আমন্ত্রনে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল দেখতে ঢাকায় আসছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। জানা গিয়েছে, ফাইনালের আগের দিন অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি ঢাকায় আসবেন শশাঙ্ক মনোহর। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।

আইসিসির এই চেয়ারম্যানকে রাজধানীর অভিজাত একটি হোটেলে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেই জন্য ইতিমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে বিসিবি। শেখ সোহেল জানান, ‘আমাদের বোর্ড সভাপতি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে তিনি গ্রহণ করেছেন। বিপিএলের ফাইনাল দেখতে ফেবরুয়ারির ৭ তারিখ ঢাকায় আসবেন তিনি।’

এদিকে আইসিসির চেয়ারম্যানের মতো বড় একজন ব্যক্তি বিপিএল ফাইনাল দেখতে আসবেন এটাকে বড় একটি প্রাপ্য হিসেবে মানছেন শেখ সোহেল। তিনি আরও জানান, ‘এটা আমাদের কাছে বিরাট একটা প্রাপ্য। এতো বড় একজন মানুষ আসছেন বিপিএল ফাইনাল দেখতে এর চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে। আমরা একটি ডিনারের আয়োজন করেছি সাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’

আগামী মাসের ৮ তারিখ অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসরের ফাইনাল। মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours