ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা: তোফায়েল

0 min read

নিউজ ডেস্ক:  ‘ডাকসু নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ বলেন, ‘ডাকসু নির্বাচন বিগত ২৮ বছর যাবৎ অনুষ্ঠিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নেতা তৈরির কারখানা। সেখানে নির্বাচন না হওয়া দুঃখজনক। সেখানে একসময় আমরা ছাত্র রাজনীতি করেছি। ছাত্রলীগের সদস্য হিসেবে অনেক পদে অধিষ্ঠিত হয়েছিলাম। ’৬৮ সালে আমি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তিনি স্বপ্ন দেখাতেন। তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি স্বাধীনতার বীজ বপন করেছিলেন।

‘মানুষ প্রত্যাশা করেছিলো, জাতীয় নির্বাচনের পরে শুধু ঢাবি নয়, পাবলিক, প্রাইভেট আরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেখানেও নির্বাচন হবে। এটি একটি শুভ উদ্যোগ। আমি প্রত্যাশা করি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours