বিআরটিসির বাসে আগুন : স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

1 min read

রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাজেদুল আলম টুটুল (৪৫) নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিরপুর বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লার বরাত দিয়ে ডিএমপি মিডিয়া বিভাগ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি রূপনগর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

টুটুল বিআরটিসির দোতলা বাসে যাত্রীবেশে আগুন দিয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ। বিআরটিসির বাসের চালক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিআরটিসির বাসটিতে আগুন দেওয়া। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours