দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, তথাকথিত সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চিঠি ও বিএনপি-জামায়াত ও সহযোগীদের হরতাল-অবরোধের পরও জনগণ স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ গ্রহণ করবে। জনগণের অংশগ্রহণই নির্বাচনকে সফল ও সার্থক করবে।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয় যে, নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়তার পরিচয় দেবে এবং জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে করতে পারে, তা নিশ্চিত করবে।
+ There are no comments
Add yours