তফসিল ঘোষণার পরই ফের মনোনয়ন বাণিজ্যের পথে তারেক

0 min read

নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জাতির উদ্দেশে দেয়া ভাষণের মধ্য দিয়ে ঘোষণা হলো তফসিল। আর এতে করে মনোনয়ন বাণিজ্য শুরুর কথা পুনরায় চালু করার সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতাদের জানিয়ে নিজের সুবিধাবাদী চরিত্রের ফের জানান দিলেন বিএনপির পলাতক ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম জানান, সিইসির ভাষণের আগে বিকাল পাঁচটায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচারিত হয় সরাসরি।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সিইসির তফসিল ঘোষণার পর পরই রাতে বৈঠকে বসেন তারেক রহমান। যদিও তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। কিন্তু তফসিল ঘোষণার পর পুরোনো ব্যবসার ফায়দা ছেড়ে দিতে চান না তিনি। নির্বাচনকালীন সরকার কী হবে, তা নিয়ে সমঝোতা এখনো হয়নি। এর আগেই নির্বাচনকালীন ব্যবসার ভাবনা শুরু করেছেন তারেক রহমান।

যদিও বিএনপি বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে হরতাল, অবরোধ কর্মসূচি পালন করছে। কিন্তু গোপনে দলের প্রার্থী চূড়ান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে করে যদি নির্বাচনে যাওয়ার সুযোগ তৈরি হয়, তবে নিজেদের কৌশলটা শতভাগ কাজে লাগবে বলেই মনে করছে দলটির হাইকমাণ্ড।

এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মনোনয়ন বাণিজ্য দলের জন্য নতুন কিছু নয়। প্রতি নির্বাচনেই এ ধরনের রীতি চলে আসছে। যদিও দল এবার নির্বাচনে যাবে কিনা নিশ্চিত না। তবে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা দোষের কিছু না।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours