তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা তাদের কর্মীদের মাঠে নামিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপি যেখানেই সমাবেশ করে সেখানে নিজেরাই মারামারি করে। দেশের বিভিন্ন জায়গায় এ ঘটনা ঘটছে। অথচ বিএনপির সব কর্মসূচিতে সরকারই নিরাপত্তার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এটা উপলব্ধি করে না।
সম্প্রতি সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হলেও প্রধানমন্ত্রী তার সাজা স্থগিত করে বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এটা একটি বড় মহানুভবতা। প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন সেটি বোধহয় বিএনপি টের পাচ্ছে না। যখন খালেদা জিয়ার বাইরে থাকার সুযোগ বাতিল করা হবে, তখনই তারা টের পাবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন খালেদা জিয়ার বাসার সামনে গিয়েছিলেন, সেদিন তিনি মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। এছাড়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন, ২০০৪ সালের গ্রেনেড হামলা নিয়েও হাস্যরস করেছেন। তিনি কখনোই আমাদের প্রতি এমন সহানুভূতি দেখাননি।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বাইরে চিকিৎসারত অবস্থায় পরিবারের অনেকের সঙ্গেই দেখা করেন। আত্মীয়-স্বজন এমনকি দলীয় নেতারাও সাক্ষাৎ করেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে শেখ হাসিনার প্রতি এ মহানুভবতা দেখাতেন না। বিএনপির উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের বাইরে থেকে রেমিট্যান্স নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিদেশে বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং তাদের পেইড এজেন্টরা নানা গুজব ছড়াচ্ছে। কিন্তু এসব গুজব ছড়িয়ে খুব একটা লাভ হচ্ছে না। কয়েকদিন আগে গুজব ছড়িয়েছিল ব্যাংকে টাকা নেই। এসব গুজব সরকারের বিরুদ্ধে নয় বরং রাষ্ট্রের বিরুদ্ধে। আমরা সেই গুজব নিয়ন্ত্রণে কাজ করছি।
+ There are no comments
Add yours