ইফাদের গভর্নিং কাউন্সিলের ৪২তম অধিবেশনে যোগ দিতে রোমে অর্থমন্ত্রী

1 min read

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর গভর্নিং কাউন্সিলের ৪২তম অধিবেশনে যোগদানের জন্য ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি এ অধিবেশন অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা অর্থমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এছাড়া ইতালি আওয়ামী লীগের নেতারা এবং প্রবাসী বাংলাদেশিরা অর্থমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।

অর্থমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে ১৩ ফেব্রুয়ারি রোমস্থ তিনটি আন্তর্জাতিক সংস্থা- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য সংস্থা এর প্রধানদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। এছাড়া অর্থমন্ত্রী ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশি কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours