ইরানের ওপর নজরদারি করার জন্য ট্রাম্পকে সতর্ক করল ইরাক

0 min read

নিউজ ডেস্ক: ইরানের ওপর নজরদারি করার জন্য ইরাকে সেনা মোতায়েন রাখা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে ঘোষণা দিয়েছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, অন্য কোনো দেশে আগ্রাসী তৎপরতা চালানোর কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না।

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি সাংবাদিকদের বলেন, ‘ইরাকে যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী সেনা ঘাঁটি নেই। তবে আন্তর্জাতিক সামরিক জোটের আওতায় ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য কিছু মার্কিন সেনা এদেশে মোতায়েন রয়েছে।’

ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি কোনো অবস্থাতেই ইরাককে আরেক দেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য অন্য কোনো দেশকে অনুমতি দেব না। ইরাক কখনোই দু’টি দেশের মধ্যে সংঘাতের অংশীদার হবে না।’

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের আগে দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করে বলেন, প্রতিবেশী কোনো দেশে হামলার কাজে ইরাকি ভূমি ব্যবহারের ব্যাপারে এদেশের সংবিধানে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।

গত রোববার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরাকে একটি স্থায়ী সেনা ঘাঁটি স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইরানের তৎপরতার ওপর নজর রাখার জন্য এরকম একটি ঘাঁটি স্থাপন করা আমাদের জন্য খুবই জরুরি।’

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours