নিউজ ডেস্ক: এবছর থেকে ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য ও ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। সভায় ইউনিসেফের নির্বাহী পরিচালক ও নির্বাহী বোর্ডের নতুন সভাপতি অংশ নেন।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, দেশের শিশু অধিকার সুরক্ষা ও উন্নয়নের নানাদিক তুলে ধরেন। রোহিঙ্গা শিশু ও নারীদের মানবিক সহায়তা দেয়ায় ইউনিসেফের প্রতি কৃতজ্ঞতাও জানান মাসুদ বিন মোমেন।
মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিশু অধিকারের সুরক্ষা ও উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
+ There are no comments
Add yours