নিউজ ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জাতিসংঘের পর্যবেক্ষক দলের নতুন প্রধান নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। বর্তমানে দেশটিতে জাতিসংঘের পর্যবেক্ষক দলের প্রধান হিসেবে আছেন অবসরপ্রাপ্ত ডাচ জেনারেল প্যাট্রিক ক্যামর্ট। মাত্র এক মাস আগে দায়িত্ব নেন তিনি।
তবে এখন প্যাট্রিক ক্যামর্টকে সরিয়ে ডেনমার্কের জেনারেল মাইকেল ললসগার্ডের নাম প্রস্তাব করেছেন গুতেরেস। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্রের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মাইকেল ললসগার্ডের প্রার্থিতা প্রস্তাব করা হয়েছে, যা অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য ৪৮ ঘণ্টা সময় রয়েছে।
সম্প্রতি হুতি বিদ্রোহী ও ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথসের সঙ্গে ক্যামর্টের সম্পর্ক চিন্তায় ফেলেছে জাতিসংঘকে। আর তাই এমন প্রস্তাব করেছেন গুতেরেস। সম্প্রতি ইয়েমেন যুদ্ধে আহত ৫০ জন হুতি বিদ্রোহীকে চিকিৎসার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে ওমানে নিয়ে যাওয়া হয়। যার মূল পরিকল্পনায় ছিল গ্রিফিথস। মানবিক আবেদন ও সম্পর্ক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত সৌদি জোট গ্রিফিথসের এই প্রস্তাব মেনে নেয়।
২০১৫ সাল থেকে ইয়েমেনে শুরু হওয়া গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। দুর্ভিক্ষের বলি হচ্ছে লাখ লাখ শিশু। জাতিসংঘ বলছে, ইয়েমেন পরিস্থিতি আধুনিক সময়ের অন্যতম নিকৃষ্ট মানবিক বিপর্যয়।
+ There are no comments
Add yours